করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার টুইট করে একথা জানিয়েছেন তিনি নিজেই। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দফতরের সব কাজ আপাতত ভার্চুয়াল মাধ্যমে চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন যোগী।