About Us :

খবর এবং তথ্যের জনপ্রিয় একটি ভারতীয় প্ল্যাটফর্ম- Editorji । ২০১৮ সালে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংবাদিক বিক্রম চন্দ্রা'র নেতৃত্বে এই ডিজিটাল  প্ল্যাটফর্মের যাত্রা শুরু। অল্প সময়ের মধ্যেই দেশের দর্শক এবং শ্রোতাদের নজরে এসেছে এই প্ল্যাটফর্ম। অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপ্লিকেশন আছে, এমন সমস্ত মোবাইল ফোনেই Editorji -র সব খবর দেখা, পড়া এবং শোনা যায়।

Editorji মোবাইল অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল, ইংরেজি, হিন্দি ও বাংলা এই তিনটির মধ্যে আপনার পছন্দের ভাষা বাছার সুযোগ রয়েছে। এছাড়া, শুধু খবর পড়াই নয়, পাশাপাশি আপনার পছন্দের ভাষায় খবরের ভিডিয়ো দেখা যায় এবং শোনা যায় ভয়েজওভারও। এই ফিচারটি খবরকে নিঃসন্দেহে আরও আকর্ষণীয় করে তোলে। 

শুধু মোবাইলেই নয়। অ্যাপল, অ্যান্ড্রয়েড, শাওমি, ফায়ার, এলজি-র মতো জনপ্রিয় সংস্থার স্মার্ট টিভিগুলি থেকেও Editorji-র অ্যাপ দেখা যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিজের গুণমান বাড়িয়ে দর্শক শ্রোতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে । Microsoft India, NASSCOM, Twitter India, Alexa, Airtel, Boat, Baturalli, HP India, IBM, Wion এবং Saregama-র মতো শীর্ষস্থানীয় ব্র‍্যান্ডগুলিও আস্থা রেখেছে Editorji-র ওপর।

Editorji অ্যাপের আরও একটি বৈশিষ্ট্য হল- বিভিন্ন যাচাই করা ভিডিয়ো  নিয়ে নিজস্ব প্লেলিস্ট তৈরির ক্ষমতা। শুধু তাই নয়। নিজেদের তৈরি করা প্লে-লিস্টে ব্যবহারকারীরা ভিডিয়ো কমেন্ট অ্যাড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করতে পারেন৷ বিভিন্ন ব্র‍্যান্ডগুলি এই বিশেষ ফিচারকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াজুড়ে এই ব্র‍্যান্ড ভিডিয়োগুলি শেয়ার করার মাধ্যমে নিজেদের ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ককেও সহজেই সমৃদ্ধ করতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল, শেয়ারড প্লে-লিস্টের অ্যাক্সেস এর জন্য দর্শকদের কাছে Editorji অ্যাপ থাকা বাধ্যতামূলক নয়। যে কোনও ব্রাউজার থেকেই এটি দেখা যেতে পারে।

এছাড়া, Editorji প্ল্যাটফর্মের সব প্লে-লিস্ট এবং ভিডিয়ো API ফিড ব্যবহার করে একটি ব্র্যান্ডের অ্যাপ বা ওয়েবসাইটে একত্রিত করা যেতে পারে। ইতিমধ্যেই, এই বিশেষ ফিচারটির জন্য Editorji-র পক্ষ থেকে পেটেন্ট আবেদন জমা দেওয়া হয়েছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষা।

শুধু মোবাইল বা স্মার্ট টিভি অ্যাপ্লিকেশনই নয়! PI-এর মাধ্যমে Glance, MX player, Alexa এবং Sharechat সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্মে Editorji-র কনটেন্ট ছড়িয়ে রয়েছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কু, থ্রেডস এবং টেলিগ্রাম-এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও উপস্থিতি রয়েছে Editorji-র।

Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.