বলিউডের দেশি গার্ল যদি হয় প্রিয়াঙ্কা চোপড়া, তাহলে টলিউডের 'দেশি ছোড়ি' নুসরত জাহান । নাম তো শুনাহি হোগা । টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছেন । টলিউডের ডিভা নুসরত । নুসরতের রূপের আগুনে পুড়েছে কত পুরুষের হৃদয় । নুসরতের চোখ, নুসরতের হাসিতে একটা আলাদাই মাদকতা রয়েছে । বিকিনি ব্রালট হোক বা শাড়ি...সব পোশাকেই নুসরত এককথায় হটনেস ওভারলোডেড । তাঁর অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের । কিন্তু, এত কথা নুসরতকে নিয়ে কেন বলছি । আরে, আজ তো নায়িকার জন্মদিন । ৮ জানুয়ারি ক্যালেন্ডারের পাতায় লাল দাগ না থাকলেও, নুসরতের মতোই তাঁর অনুরাগীদের কাছেও দিনটা বড়ই স্পেশ্যাল । নায়িকার জীবন খাতায় জুড়ে গেল ৩৫টা বসন্ত । মাঝরাত থেকে চলছে বার্থ ডে সেলিব্রেশন । সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায় ।
নুসরতের কথা যখন হচ্ছে, তখন সেখানে বিতর্ক উঁকি দেবে না, তা কী করে হয় । কখনও পোশাক নিয়ে, কখনও বিতর্কিত মন্তব্য করে কখনও বা ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনা, কটাক্ষের মুখে পড়েছেন নুসরত । রাতারাতি হেডলাইন হয়েছেন । কিন্তু, নুসরত জাহান যে বরাবরই ছকভাঙা । প্রথাগতের গণ্ডিতে বেঁধে থাকার মানুষ নন । নুসরতের জন্মদিন উপলক্ষে আজ যেমন তাঁর জীবনের বড় বড় বিতর্কগুলি নিয়েও কথা হবে, তেমনই নজর থাকবে অভিনেত্রীর লাইফস্টাইলের উপরও ।
চলচ্চিত্রের চেয়ে কম রঙিন নয় নুসরতের জীবন। মডেলিং থেকে কেরিয়ার শুরু । ২০১১ সালে বড়পর্দায় ব্রেক, তাও আবার সুপারস্টার জিতের বিপরীতে । দ্বিতীয় ছবিতে হিরো আবার দেব । তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি । নুসরতের ঝুলিতে, শত্রু, খোকা ৪২০, খিলাড়ি, পাওয়ার, হরিপদ ব্যান্ডওয়ালা, কেলোর কীর্তি ইত্যাদি । কিন্তু, টলিউডে ডেবিউ করার এক বছর পরই বিতর্কের খাতায় জুড়ে গিয়েছিল নুসরতের নাম
পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড
২০১২ সালে পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে উঠে আসে নুসরতের নাম । শোনা যায়, ওই ঘটনায় অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্কে ছিলেন নুসরত । অভিযোগ, নুসরতই নাকি কাদের-কে পালাতে সাহায্য করেছিলেন । যদিও, ঘটনার কিছুদিনের মধ্যে তাঁদের ব্রেক-আপের খবর সামনে আসে । সেই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল ।
নিখিল বিতর্ক
২০১২ থেকে ২০১৯...কেরিয়ারে মন দিয়েছিলেন নুসরত । নিজের মতো করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছিলেন । ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন । ভোটে জিতে বসিরহাটের সাংসদ হন । তারপর দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে নতুন জীবনও শুরু করেন । তুরস্কের বোদরুমে গিয়ে বিয়েও সেরেছিলেন । কলকাতায় দিয়েছিলেন গ্র্যান্ড রিসেপশন পার্টি, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । সবই ভাল চলছিল । কিন্তু, দু'বছরের মধ্যেই হঠাৎ শিরোনামে আসে তাঁদের আলাদা হওয়ার খবর । তার আগের থেকেই অবশ্য যশ-নুসরতের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল । এরই মাঝে নুসরত সেই বিতর্কিত মন্তব্য ঝড় তোলে সর্বত্র । অভিনেত্রী স্পষ্ট জানান, তুরস্কের বিবাহ আইন অনুসারে নিখিলের সঙ্গে ওই বিয়ে ‘অবৈধ’। তা ছাড়া দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিয়ের জন্য ভারতে যা আইন রয়েছে, তা-ও মেনে বিয়ে হয়নি। তাই নুসরতের মতে, তাঁরা এত দিন লিভ ইন করেছেন। ওটা কোনও বিয়ে ছিল না । তাঁর এই মন্তব্যের পরই ঝড় ওঠে ।
রুহি প্রেগন্যান্ট
নিখিল জৈনের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে যখন কাঁটাছেড়া চলছে, সেইসময় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির খবর জানান নুসরত । বারবার একটাই প্রশ্ন উঠে এসেছে, সন্তানের বাবা কে ? নিখিল স্পষ্ট জানিয়ে দেন তিনি নুসরতের সন্তানের বাবা নন । তারপর অবশ্য ধীরে ধীরে জানা যায়, যশ-নুসরতেরই সন্তান ঈশান ।
পোশাক বিতর্ক
যশকে সঙ্গে নিয়ে সি-বিচে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বিকিনি পরা ছবি পোস্ট করেন । এছাড়া ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে বুকের ট্যাটু ফ্লন্ট করেছিলেন বলে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁকে ।
আর্থিক তছরূপ
ফ্ল্যাট ও বাড়ি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণায় নাম জড়ায় নুসরতের । ইডির অভিযোগ, প্রায় ২৪ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে নুসরতের বিরুদ্ধে । একইসঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করারও অভিযোগ উঠেছিল । যদিও তা অস্বীকার করেন নুসরত ।
এতক্ষণ তো অনেক বিতর্কের কথা হল, এবার নুসরতের জীবনে একটু গোপন তথ্য়গুলি জেনে নেওয়া যাক
নিখিলের সঙ্গে অবৈধ বিয়ের কয়েকমাসের মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত । সূত্রের খবর, আত্মহত্যার চেষ্টা করেছিলেন । সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। যদিও আত্মহত্যার খবর অস্বীকার নুসরতের পরিবার ।
যশের মা-বাবার সঙ্গে কোনও ছবি পোস্ট করেন না নুসরত । কেন জানেন ? আসলে অভিনেত্রী একবার জানিয়েছিলেন, বাবা-মায়েরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পান
যশের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন নুসরত । যশ নাকি নুসরতের বাড়ির নীচে অপেক্ষা করছিলেন । সেদিন তাঁদের ব্রেক-আপ হওয়ার কথা ছিল । কিন্তু, সেসব তো হয়নি, উল্টে যশের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন নুসরত ।
নুসরত নাকি যখন-তখন ঘুমিয়ে পড়েন । এই সিক্রেট ফাঁস করেছেন মিমি চক্রবর্তীই । তিনি এও জানিয়েছেন, মাঝে মাঝে যেন কোথায় হারিয়ে যান নুসরত । ভুলে যায় যে ও নায়িকা, ওকে সংলাপ বলতে হবে। এরপর রোলিং বলার সঙ্গে সঙ্গে খুব সহজেই প্রশ্ন করতে পারে, 'আমায় যেন কী করতে হবে?'
নুসরতের ফিটনেস রহস্য
এক সন্তানের মা নুসরত । অথচ দেখে বোঝার উপায় নেই । জেল্লা ফেটে পড়ছে, শরীরেও মেদের লেশমাত্র নেই । নুসরত এত ফিট নিজেকে রাখেন কীভাবে ? অবশ্যই কড়া ডায়েট ও শরীরচর্চা । ডায়েটে কী কী থাকে ?
সকালে গ্রিন টি, ডিমের সাদা অংশ দিয়ে ওমলেট ও টোস্ট ।
দুপুরে ব্রাউন রাইস, ডাল, মাছ বা ডিম
বিকেলে ফল বা বাদামজাতীয় খাবার খান
ডিনারে থাকে রুটি, সবজি, ডাল ও চিকেন
শরীরচর্চা
জিমে ঘাম ঝড়ান প্রতিদিন
যোগব্যায়াম মাস্ট
শরীর ফিট রাখতে জুম্বাও করেন
এভাবেই ফিট অ্যান্ড ফাইন থাকুন নায়িকা, বিতর্কে জড়িয়েও কীভাবে তাতে কান না দিয়ে নিজের শর্তে বাঁচা যায়, সেটাই বারবার দেখিয়েছেন নুসরত । এডিটরজি বাংলার তরফে নুসরতকে জন্মদিনের শুভেচ্ছা ।