২ নভেম্বর। ক্যালেন্ডারে লাল দাগ থাকে না। কিন্তু কিং খান ভক্তদের মনে দিনটা মোড়া থাকে সোনায়। শাহরুখ খানের জন্মদিন বলে কথা। যার গালের টোল, লাজুক হাসি উথাল পাথাল ঢেউ তোলে ভক্তদের মনে, আজ সেই শাহরুখের জন্মদিন। 'মন্নত'-এর বারান্দা থেকে নাড়া যার একটা হাত হাজার-লক্ষ মানুষের বছরভরের বেঁচে থাকার সম্বল হয়ে উঠতে পারে, আজ সেই শাহরুখের জন্মদিন। ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক থেকে জিনি নিমেষে হয়ে উঠতে পারেন দলের খেলোয়াড়দের 'চোখের মণি', আজ সেই শাহরুখের জন্মদিন। দেখতে দেখতে ষাটের দোরগোড়ায় কিং খান! ইংরেজিতে বললে হি ইজ অন দ্য রং সাইড অফ ফিফটি, কিন্তু শাহরুখ ভক্তদের কাছে হি ইজ অলওয়েজ রাইট. নভেম্বরের ২ তারিখ শুধু এক চিরসবুজ মানুষের আরও সবুজ হয়ে ওঠার দিন তো নয়, হাজার আবেগের মিশেল।
৩৫ বছরের কেরিয়ারে শাহরুখ সবসময় একটা 'ক্লিয়ার ইমেজ' রাখার চেষ্টা করেছেন । অনুরাগীরা বলেন,'ট্রু জেন্টলম্যান' শাহরুখ । তবে, কি শাহরুখের গত তিন দশকের কেরিয়ারে এতটুকু দাগ লাগেনি ? না, ঠিক তা নয় । বেশ কিছু বিতর্কও রয়েছে শাহরুখকে ঘিরে । তবে, এখনও পর্যন্ত শাহরুখের জীবনে সবথেকে বড় বিতর্ক হল প্রিয়াঙ্কার সঙ্গে কিং খানের চর্চিত প্রেম । সত্যিই কি ডন ও রোমা-র অনস্ক্রিন রসায়ন অফস্ক্রিনেও জমে উঠেছিল ? শাহরুখের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে কি গৌরী প্রিয়াঙ্কার বলিউড কেরিয়ার শেষ করে দিয়েছিলেন ? বলি অন্দরে চাপা পড়ে কোন রহস্য ?
আজ কি রাত...হোনা হ্যায় ক্যায়া...
২০০৬ সালে ফারহান আখতারের 'ডন' সিনেমায় শাহরুখের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া । বন্ধুত্বের শুরু সেই থেকে । এছাড়া, বলিউডের বিভিন্ন পার্টিতে, ডিনারে দেখা-সাক্ষাৎ তো চলতই । এরপর ২০১১ সাল । এল ডন-এর সিক্যুয়েল 'ডন টু' । আবারও স্ক্রিন শেয়ার করলেন শাহরুখ-প্রিয়াঙ্কা । তবে, এবার বদলে গেল দু'জনের সম্পর্কের সমীকরণ । বিভিন্ন বলিউড রিপোর্ট বলছে, ডন ২-এর পর থেকেই নাকি দু'জনের বন্ধুত্ব আরও গাঢ় হয় । একে অপরকে মন দিয়ে ফেলেন দু'জনে । শুটিংয়ের বাইরেও তাঁদের একাধিকবার ক্যামেরাবন্দী করেন পাপ্পারাজ্জিরা । সেইসময় আইপিএল-এ কেকেআরের খেলা মানেই মাঠে প্রিয়াঙ্কার উপস্থিতি । স্টেডিয়ামে শাহরুখের পাশের সিটেই সবসময় জায়গা করে নিতে দেখা গিয়েছে পিগি চপসকে । বিভিন্ন পার্টিতেও তাঁদের একসঙ্গে উপস্থিতি নজর এড়ায়নি কারও ।
মন্নত-এও ঘন ঘন যাওয়া-আসা ছিল প্রিয়াঙ্কার । এমনকী বিভিন্ন পার্টিতে গৌরীর উপস্থিতিতেও প্রিয়াঙ্কার সঙ্গেই নাকি বেশি সময় কাটাতেন কিং খান । বলিউডের বিভিন্ন রিপোর্ট সেরকমই বলছে । করণ জোহরের একটা পার্টির কথাই এখানে উল্লেখ করা যাক । সেইসময় করণ জোহরের বন্ধু সার্কেলে ছিলেন না প্রিয়াঙ্কা । শাহরুখের কথাতেই নাকি করণ প্রিয়াঙ্কাকে পার্টিতে নিমন্ত্রণ করেছিলেন । এমনও শোনা গিয়েছে, প্রিয়াঙ্কার সঙ্গে বেশি সময় কাটানোর জন্য শাহরুখ-গৌরীর মধ্যে কথা কাটাকাটিও হয় ।
নেটপাড়ায় শাহরুখ-প্রিয়াঙ্কার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে । তার মধ্যে একটা, সকলের সামনে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব । একটি অনুষ্ঠানে দু'জনেই উপস্থিত ছিলেন । সেখানেই হাতে মাইক নিয়ে প্রিয়ঙ্কাকে উদ্দেশ করে শাহরুখ বলেন, 'খুব কম লোকই জানেন যে তুমি কত ভাল গান গাও। আজ আমি তোমায় গান গেয়ে এমন কিছু বলব যার জবাব তোমাকে গান গেয়েই দিতে হবে।'
তারপরেই একটি ইংরেজি গান ধরেন বাদশা। 'দ্য বিটল্স' রক ব্যান্ডের 'লেট ইট বি' গানটি প্রিয়ঙ্কাকে গেয়ে শোনাতে শুরু করেন । তবে, একটি শব্দ এদিকে ওদিক করে 'ম্যারি মি' শব্দদু'টি বসিয়ে দেন অভিনেতা । আর তাতেই প্রিয়াঙ্কা-শাহরুখকে নিয়ে জল্পনা আরও জোরদার হয় ।
শুধু কি তাই, শাহরুখ-প্রিয়াঙ্কাকে নিয়ে বলিউডে আরও একটি গুঞ্জন রয়েছে । বিভিন্ন রিপোর্ট বলছে, কানাডার টরন্টোয় গোপনে বিয়েও সেরে ফেলেছিলেন শাহরুখ এবং প্রিয়াঙ্কা । আসলে, সেইসময় অসুস্থ ছিলেন প্রিয়াঙ্কার বাবা । মৃত্যুর আগে নিজের মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন । তারপরই নাকি তড়িঘড়ি বিয়ে করে নেন তাঁরা । যদিও, একাধিক সাক্ষাৎকারে শাহরুখ-প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র ভাল বন্ধু ।
বলিউডের বিভিন্ন রিপোর্ট বলছে, শাহরুখের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গৌরী খান । গৌরী নাকি জানিয়ে দিয়েছিলেন, শাহরুখকে যে কোনও একজনকে বেছে নিতে হবে । বলিউড বাদশা বরাবর নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার কথাই ভেবেছেন । বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন কিং খান । তাই, গৌরীকেই বেছে নেন শাহরুখ । একইসঙ্গে 'ফ্যামিলি ম্যান' তকমাটাও বজায় থাকে ।
তবে, শাহরুখের সঙ্গে সম্পর্কটা নাকি এক চ্যাট শোয়ে স্বীকারও করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা । একটি জ্যাকেট দেখিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, জ্যাকেটটি তাঁর প্রাক্তন প্রেমিকের । এদিকে, ওই একই রকম জ্যাকেট আগে শাহরুখকেও পরতে দেখা গিয়েছে ! তাহলে কি সত্যিই প্রিয়াঙ্কা ও শাহরুখ একে অপরের প্রেমে পড়েছিলেন ?
ডন টু-এর পর আর কোনওদিন বড়পর্দায় জুটি বাঁধেননি শাহরুখ-প্রিয়াঙ্কা । ধীরে ধীরে নাকি পিগি চপসের বলি কেরিয়ারেও প্রভাব পড়তে শুরু করে । বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, করণ জোহর ও গৌরী খানের রাজনীতিতেই বলিউড থেকে সরে যেতে হয়েছিল প্রিয়াঙ্কাকে । বলিউড ছেড়ে হলিউডে পা জমান প্রিয়াঙ্কা । সেখানে রীতিমতো রাজত্ব করছেন । কয়েক বছরের মধ্যে নিক জোনাসকে বিয়ে করেন । তারপর তাঁর কোলজুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান মালতী । দেশ থেকে দূরে বিদেশেই চতুটিয়ে সংসার করছেন, সেইসঙ্গে কাজও ।
প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে শাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর কাছে সবথেকে বিরক্তিকর বিষয় হল যে তাঁর সঙ্গে কাজ করা একজন মহিলাকে এভাবে প্রশ্ন করা হচ্ছে ।ক্ষমা চেয়ে নিয়েছেন শাহরুখ । যদিও অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন ক্ষমা চাওয়ার কোনও ব্যক্তিগত ভুলের কারণে নয় । প্রিয়াঙ্কা তার বন্ধু, তাঁর হৃদয়ের খুব কাছের ।
শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে মুখ খোলেন প্রযোজক বিবেক ভাসওয়ানিও । তিনি জানান, পুরোটাই গুজব, শাহরুখ 'ওয়ান ওম্যান ম্যান' । জীবনে গৌরী ছাড়া আর কাউকেই ভালবাসেনি ।
একটা সময় শাহরুখের সঙ্গে জুড়ে দেওয়া হত সমকামী শব্দটাও । বিবেকের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছড়ায় । বি টাউনের প্রথম সারির পরিচালক করণ জোহরের সঙ্গেও নাকি আলাদা সম্পর্ক ছিল শাহরুখের । যদিও প্রযোজক স্পষ্ট জানিয়ে দেন, শাহরখ আর তিনি একই আবাসানে থাকতেন । সেই সময় পরিবারকে নিয়ে একটু ঝামেলায় ছিলেন । শাহরুখের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল ।
শাহরুখ ও বিতর্ক
ছোট ছেলে আব্রামের জন্মের আগে লিঙ্গ নির্ধারণ করিয়েছিলেন শাহরুখ ও গৌরী ! ১০ বছর আগে এমনই বড় অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে । যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের এক নিরাপত্তরক্ষীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন শাহরুখ । সেজন্য তিন বছর শাহরুখের স্টেডিয়ামে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল
একসময় শাহরুখ-সলমনের ঝামেলা ছিল বলিউডের হট টপিক । দীর্ঘদিন তাঁদের মধ্যে কথাবার্তা ছিল না । তবে, সেসব অতীত । এখন দু'জনেই ভাই-ভাই
বেশ কয়েকবছর আগের কথা । অগ্নিপথ-এর সাকসেস পার্টি ছিল । সেখানেই ফারহার স্বামী শিরীষের বেফাঁস মন্তব্যের জন্য তাঁকে চড় মেরেছিলেন শাহরুখ খান
শাহরুখ খানকে একবার নয়, দু' বার আটক করা হয় আন্তর্জাতিক বিমানবন্দরে । ২০০৯ সালে একবার নিউ জার্সি বিমানবন্দরে, আরেকবার নিউইয়র্ক বিমানবন্দরে আটকানো হয়
২০২১ । মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে । এটাই বোধহয় শাহরুখকে নিয়ে সবথেকে বড় কন্ট্রোভার্সি ছিল
ঠিক কোন জাদু আছে বলিউড বাদশা-র? কীসের জন্য কিং খানকে নিয়ে এত উন্মাদনা দেশে-বিদেশে? বাণিজ্যিক সাফল্য? শাহরুখের আগে পরেও সে সব দেখেছে বলিউড। হিরো হিসেবে দারুণ স্মার্ট, দারুণ সুপুরুষ? তাঁর চেয়েও সুপুরুষ আছে এই দেশে। নায়কসুলভ রহস্য? নাহ কোনও রহস্য নেই, স্টারডমের সংজ্ঞাও বদলে যায় কিং খানের কাছে এলে। 'ফ্যামিলি ম্যান' শাহরুখও বড় প্রিয় হয়ে ওঠেন ভক্তদের মনে। তাহলে শাহরুখ-ম্যাজিকের আসল মন্ত্রটা কোথায়? উত্তর নেই, ওটুকু বরং অধরাই থাক।