Sep 02, 2022 10:53 IST
কালীঘাট ছাড়লেন স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব
কালীঘাট ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Sep 02, 2022 10:53 IST
ফের বৈঠকে জুনিয়র ডাক্তাররা
মুখ্যমন্ত্রীর আবেদনের পর ফের নিজেদের মধ্যে আলোচনা করছেন জুনিয়র ডাক্তাররা। তবে এখনও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Sep 02, 2022 10:53 IST
চা খাওয়ার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
মিটিং না করলেও আন্দোলনকারীদের চা খাওয়ার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর।
Sep 02, 2022 10:53 IST
বাড়ি থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী
আন্দোলনকারীদের বোঝাতে বাড়ি থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Sep 02, 2022 10:53 IST
বাধা দেওয়া হল জুনিয়র ডাক্তারদের ভিডিয়োগ্রাফারদের
জুনিয়র ডাক্তারদের ভিডিয়োগ্রাফারদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ফলে রাত ৮টা বেজে গেলেও এখনও শুরু হয়নি বৈঠক।
Sep 02, 2022 10:53 IST
ভিডিয়োগ্রাফির দাবি
জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি লাইভ না হলেও ভিডিয়োগ্রাফি করতে দিতে হবে জুনিয়র ডাক্তারদের। যদিও সেবিষয়ে নিশ্চিয়তা পাওয়া যানি বলেই দাবি।
Sep 02, 2022 10:53 IST
লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা
ফের লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে কালীঘাটে। সূত্রের খবর, আন্দোলনকারীদের একটি অংশ দাবি করেছেন লাইভ স্ট্রিমিং করতেই হবে।
Sep 02, 2022 10:53 IST
আন্দোলনকারীদের ফোন জমা রাখা হয়েছে বাইরে
সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। মিটিং রুমের বাইরেই জমা রাখা হয়েছে ফোন।
Sep 02, 2022 10:53 IST
নবান্নে বৈঠক নিয়ে নির্যাতিতার মায়ের বক্তব্য
নির্যাতিতার মা বলেন, ‘‘সুষ্ঠু সমাধান হোক। দোষীদের শাস্তি হোক। মুখ্যমন্ত্রী বলছেন, যদি কেউ দোষী থাকে, তাঁর শাস্তি হোক। দোষী তো সকলেই। আমি চাইব তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে শাস্তি দিন।’’
Sep 02, 2022 10:53 IST
বৈঠকে কতজন রয়েছেন?
নবান্ন থেকে ১৫ জনকে থাকার প্রস্তাব দেওয়া হলেও ওই বৈঠকে ৩০ জন উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।
Sep 02, 2022 10:53 IST
ফের We Want Justice স্লোগান
কালীঘাট পৌঁছেই ফের We want Justice স্লোগান দিলেন জুনিয়র ডাক্তাররা।
Sep 02, 2022 10:53 IST
মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা
৬টা ৪৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
Sep 02, 2022 10:53 IST
আন্দোলনরত ডাক্তারদের ৫ দফা দাবি কী কী?
১) আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত সমস্ত দোষীকে দ্রুত চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান
২) তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ/পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার
৩) কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগ
৪) রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা
৫) রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা
Sep 02, 2022 10:53 IST
কালীঘাটে পৌঁছে গেল বাস
৬টা ৪০ মিনিটে কালীঘাটে পৌঁছে গেল জুনিয়র ডাক্তারদের বাস।
Sep 02, 2022 10:53 IST
কে কে রয়েছেন বৈঠকে?
মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Sep 02, 2022 10:53 IST
কালীঘাটের প্রস্তুতি
ইতিমধ্যে কালীঘাটের প্রস্তুতি সারা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ কর্তা। ব্যারিকেড করে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা।
Sep 02, 2022 10:53 IST
লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ
মুখ্যসচিবের পাঠানো মেলে লাইভ স্ট্রিমিংয়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। যদিও স্বচ্ছতা বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।
Sep 02, 2022 10:53 IST
কী জানালেন জুনিয়র ডাক্তাররা?
মাথায় হাত বুলিয়ে, ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে না: আন্দোলনরত জুনিয়র ডাক্তার
Sep 02, 2022 10:53 IST
বাসের ভিতরেও স্লোগান
বাসের ভিতরেও We want Justice স্লোগান জুনিয়র ডাক্তারদের
Sep 02, 2022 10:53 IST
কালীঘাটের উদ্দেশে ছাড়ল বাস
স্বাস্থ্যভবন থেকে কালীঘাটের উদ্দেশে বাস ছাড়ল।
Sep 02, 2022 10:53 IST
যাত্রা শুরু জুনিয়র ডাক্তারদের
কালীঘাটের উদ্দেশে যাত্রা শুরু জুনিয়র ডাক্তারদের। মোট ৩০ জন জুনিয়র ডাক্তার বৈঠকে যাচ্ছেন