করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে লাগামছাড়া সংক্রমণকে ‘গণ বিপর্যয়’ বলে মন্তব্য করল বিরোধীরা নেতারা। বুধবার দেশের ১২টি বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে। তাতে বিনামূল্যে টিকাকরণের প্রস্তাবের পাশাপাশি সেন্ট্রাল ভিস্তা প্রকল্প বন্ধ করারও জোরালো দাবি জানিয়েছে তারা।
বিপর্যয় এড়াতে কেন্দ্রকে দেওয়া আটটি প্রস্তাবে বিরোধীরা বিনামূল্যে টিকাকরণের কথা বলেছে। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্থার থেকে টিকা আমদানি করে মজুত করার পরামর্শও দিয়েছে তারা। দেশে প্রস্তুত টিকার সরকারি অনুমোদন বাধ্যতামূলক করার পাশাপাশি টিকাকরণের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবও দিয়েছে। সেন্ট্রাল ভিস্তার মতো সংসদ সজ্জার প্রকল্প বন্ধ করে ওই অর্থ দেশের অক্সিজেন এবং টিকা ঘাটতি মেটাতে ব্যবহার করার কথা বলা হয়েছে। পিএম কেয়ার ফান্ডের সমস্ত টাকাও টিকা, অক্সিজেন এবং চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ব্যায় করতে বলা হয়েছে।