কাশ্মীরে (Kashmir) ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ২ সেনা জওয়ান। আহত ১ জন। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় নওশেরা সেক্টরে আচমকাই এক ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে দুই শহিদ জওয়ানের মধ্যে একজন সেনা আধিকারিক ও অন্যজন সেনাকর্মী। আহত সেনা কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁর অবস্থা সংকটজনক।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, জম্মু কাশ্মীরের ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশ আটকাতে মাটিতে সারি দিয়ে ল্য়ান্ডমাইন পুঁতে রাখা হয়েছিল। শনিবার সেই ল্যান্ডমাইনের একটি ফেটে যাওয়াতেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। দুই জওয়ানের নাম লেফটেন্যান্ট ঋষি কুমার ও মনজিৎ সিং।