সোমবার উত্তরাখণ্ড থেকে ফিরল তিন বাঙালি অভিযাত্রীর দেহ। কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন পরিবারের সদস্যরা। মৃত বিকাশ মাকাল, সৌরভ ঘোষ ও রিচার্ড মণ্ডল দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জের বাসিন্দা। রিচার্ডের বাড়ি বারুইপুরের কল্যাণপুরে হলেও তিনি থাকতেন নেপালগঞ্জে মামার বাড়িতে।
সোমবার বিমানবন্দর থেকে তিনজনের দেহ নেপালগঞ্জ বাজারে আনার পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তাঁদের দেহ ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে নবান্নের তরফে যোগাযোগ করা হয়েছে। উত্তরাখণ্ড থেকে অভিযাত্রীদের দেহ ফিরিয়ে আনার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার।
দেবভূম উত্তরাখণ্ডে সম্প্রতি ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে মৃত্যু হয় বাংলার ১১ জন অভিযাত্রীর। শুক্রবার, সুন্দরডুঙ্গা উপত্যকায় ৫ বাঙালি অভিযাত্রীর মৃতদেহের হদিশ মেলে। আর শনিবার, লামখাগা পাস সংলগ্ন দু’টি জায়গা থেকে পাওয়া গেল আরও ৬ জনের মৃতদেহ। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ প্রশাসনের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃতদের মধ্যে ৪ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। কলকাতার বাসিন্দা ৩ জন। মৃত্যু হয়েছে, হাওড়ার বাগনানের তিন বাসিন্দারও। মৃতদের মধ্যে একজন নদিয়ার রানাঘাটের বাসিন্দা।