দিল্লি হিংসার অভিযোগে অভিযুক্ত তিন পড়ুয়া আন্দোলনকারীর জামিনের সিদ্ধান্তই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। গত বছরের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব আইন ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি ও হিংসা ছড়িয়েছিল তার প্রেক্ষিতেই মে মাসে নাতাশা নরওয়াল, দেবাঙ্গনা কলিতা ও আসিফ ইকবাল তানহাকে গ্রেফতার করে দিল্লি পুলিস।একবছরের বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তিনজনকে জামিনের নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিস।