বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের কুলগাম(Kulgam) এবং শ্রীনগরে(Srinagar) দুটি পৃথক এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়েছে।
পিটিআই(PTI) সূত্রে খবর, জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে কুলগামের চওলগাম এলাকায় সেনাবাহিনী অভিযানে নামতেই শুরু হয় এনকাউন্টার।
এই ঘটনায় হিজবুল মুজাহিদিনের ১ জেলা কমান্ডারসহ ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে পুলিশ।
অন্য আরেকটি ঘটনায় শ্রীনগরে মুজাহিদিন গাজওয়াতুল হিন্দের (Mujahideen Gazwatul Hind) এক জঙ্গির মৃত্যু হয়।
BSF firing: কোচবিহার সীমান্তে বিএসএফ-এর গুলিতে তিনজনের মৃত্যু, এলাকায় রাজ্য পুলিশ
ঐ জঙ্গিকে আমির রিয়াজ বলে শনাক্ত করা গেছে। ঐ জঙ্গিটি ২০১৯ সালের পুলওয়ামা হামলায় জড়িত এক জঙ্গির আত্মীয় বলে জানা গেছে। এবার সে আত্মঘাতী হামলার(Suicide attack) উদ্দেশ্যেই শ্রীনগর এসেছিল বলে অনুমান পুলিশ আধিকারিকদের(J&K Police)।