রবিবার, ১৫ অগাস্ট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। সকাল ৭টায় রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায় পতাকা উত্তোলনের পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনা আবহে বিধিনিষেধ মেনে অন্যান্য রাজ্যের মত বাংলাতেও উদযাপিত হবে দিনটি। কলকাতায় রেড রোডে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে শোভাযাত্রায় অংশ নেবে ৯টি ট্যাবলো। ট্যাবলোগুলিতে তুলে ধরা হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প।