তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের সঙ্গে দেখা করতে থানায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা পৌঁছেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, ধমকে-চমকে তৃণমূলকে আটকে রাখা যাবে না তৃণমূল কংগ্রেসকে। শেষ মুহূর্তে অনুমতি দিলেও করবেন না মিছিল, জানালেন তিনি।
সায়নী ঘোষের গ্রেফতারি নিয়ে ত্রিপুরা পৌঁছেই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সায়নী কী এমন করেছে, যে তাঁকে গ্রেফতার করা হবে। খেলা হবে স্লোগান তো প্রধানমন্ত্রীও বাংলায় এসে বলেছেন। নরেন্দ্র মোদীকে গ্রেফতার করা হবে না কেন! আর যারা পুলিশের ওপর আক্রমণ করল, আমাদের কর্মীদের মারল- তারা ঘুরে বেড়াচ্ছে।" এখনও পর্যন্ত ত্রিপুরায় ৫০টির বেশি অভিযোগ আছে। একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ত্রিপুরা যান ব্রাত্য বসু। সোমবার দুপুরে সায়নী ঘোষের শুনানি। এরপর দুপুর তিনটের সাংবাদিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।