'ত্রিপুরায় একমাত্র তৃণমূলই পারে বিজেপিকে রুখে দিতে। সিপিএম এবং কংগ্রেস হাত গুটিয়ে বসে আছে। তৃণমূল সেটা করেনি। করবেও না', সোমবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
প্রসঙ্গত, ত্রিপুরায় (Tripura) তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) গ্রেফতার এবং থানার বাইরে তৃণমূল নেতা কর্মীদের উপরে হামলার তীব্র নিন্দা করেছে ওই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম (CPIM)।
সেই প্রসঙ্গে অভিষেক বলেন, 'সিপিএম এই ঘটনার নিন্দা করেছে, তাকে স্বাগত জানাচ্ছি। তবে আরও খুশি হতাম এই প্রতিবাদটা রাস্তায় নেমে করলে। লড়াইটা ভার্চুয়াল নয়। মাঠে নেমে লড়তে হয়। যেমনটা তৃণমূল করছে'।
তিনি আরও বলেন, 'সিপিএম কিংবা কংগ্রেসের (Congress) বিজেপিকে হারানোর ক্ষমতা নেই। থাকলে এই দুই দল বাড়িতে বসে থাকতো না'।