শনিবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে । রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । পূর্বাভাস মতোই রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে । এদিকে, পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে দিঘায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে ।
রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে । সেইসঙ্গে চলছে ঝোড়ো হাওয়া । দিঘার সমুদ্রও উত্তাল । এদিকে, সপ্তাহের শেষে দিঘায় পর্যটকদের ভিড় বেড়েছে । পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে । তাই একপ্রকার হোটলবন্দী পর্যটকরা । মৎসজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
পুজোয় অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সামান্য দু-এক পশলা বৃষ্টি হয়েছে । তবে পুজোয় তেমন বিপত্তি ঘটায়নি বৃষ্টি । এদিকে, রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । বিশেষ করে লক্ষ্মীপুজোর দিন ভারী বর্ষণে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ।