গব্বর সিংয়ের গলায় এই ডায়লগ একসময় বিখ্যাত হয়েছিল বলিউডে। সেই ভয় কি পানাগড়ের ঘটনায় ঝাকিয়ে বসেছিল ঘটনার মূল অভিযুক্ত বাবলু যাদবের শরীরে। নাকি নিজের দোষকে অস্বীকার করতে ভয় পাওয়ার অজুহাতকে হাতিয়ার করলেন সাদা গাড়ির এই চালক।
বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছিল কাঁকসা থানার পুলিশ। শুক্রবার তাঁকে পেশ করা হয়েছিল আসানসোল আদালতে। এজলাসে যাওয়ার আগে তাঁর পালিয়ে যাওয়ার পিছনে ভয় পাওয়ার কারণকে তুলে ধরেছেন এই অভিযুক্ত। বাবলু জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা।
এই ঘটনায় বাবলু যাদবকে গ্রেফতার করা হলেও, এখনও অধরা বাকি অভিযুক্তরা। গত রবিবার বর্ধমানের পানাগড় বাজারের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হুগলির চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। বুদবুদ থেকে তাঁর গাড়িকে ধাওয়া করার অভিযোগ উঠেছিল বাবলু যাদবদের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছিল, পিছু ধাওয়ার পাশাপাশি সুতন্দ্রাকে টার্গেট করে ইভটিজিং করা হয়েছিল।
যদিও, পুলিশের খাতায় ইভটিজিংয়ের কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে, পরিবারের দাবি তাঁদের মেয়েকে খুন করা হয়েছে ইভটিজ করেই। পুলিশের প্রকাশ করা একটি সিসিটিভ ফুটেজে অবশ্য দেখা গিয়েছে বাবলু যাদবের গাড়িতে ধাক্কা মেরেই পানাগড় বাজারে উল্টে যায় সুতন্দ্রার গাড়ি।
এই ঘটনায় বাকিরা জীবিত থাকলেও, মৃত্যু হয় ২৬ বছরের এই তরুণীর। মাত্র ৯ মাস আগে যিনি হারিয়েছিলেন বাবাকে। সংসার টানতে খুলেছিলেন ইভেন্ট ম্যানমেন্ট সংস্থা। সেই সংস্থার কাজেই গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিহারের গয়াতে।