করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে টুইট করে জানিয়েছেন তিনি নিজেই। আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন তিনি। গত কয়েকদিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বুধবার টুইটারে অখিলেশ লিখেছেন, "করোনার রিপোর্ট পজিটিভি এসেছে। সকলের থেকে আলাদা থেকে বাড়িতেই চিকিৎসা শুরু করছি। গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়া অনুরোধ করছি। তাঁদের প্রত্যেকেই আইসোলেশনে থাকারও আর্জি জানাচ্ছি।"
মঙ্গলবার উত্তরপ্রদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার ৫৮২। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ হাজার ৩০৯ জনের।