চাকরির মেয়াদ বৃদ্ধি না নিয়ে সোমবার বিকেলেই অবসর নিয়েছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও বিতর্কের অবসান হয়নি। দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ (বি) ধারায় আলাপনকে শো কজ করেছে কেন্দ্র। তাঁকে জবাব দিতে বলা হয়েছে, কেন কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর ডাকা ইয়াস পর্যালোচনা বৈঠকে তিনি যোগ দেননি। কেন্দ্রের আন্ডার সেক্রেটারি আশিস কুমার সিংহের পাঠানো নোটিসে এও বলা হয়েছে, তাঁর জন্য বৈঠকে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে অন্যদের। তিনদিনের মধ্যে তাঁকে কেন্দ্রের কাছে ব্যখ্যা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।