সম্ভবত সোমবার দিল্লি যাচ্ছেন না মুখ্য়সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নে সূত্রে এমনটাই খবর।জানা গেছে মুখ্যমন্ত্রীর ক্ষয়ক্ষতি পর্যালোচনা সংক্রান্ত একটি বৈঠকেই তিনি যোগ দেবেন।দুপুর তিনটের সময় এই বৈঠক শুরু হবে। উল্লেখ্য সোমবার, ৩১ মে, সকাল ১০টায় দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। নর্থ ব্লকে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রকে তাঁর হাজিরা দেওয়ার কথা।আলাপনকে দিল্লি যাওয়ার প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকারও তাদের নির্দেশ প্রত্যাহার করেনি।এই পরিস্থিতিতে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে।