রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেল)-র কাঁচামাল বিভাগের দফতর আচমকাই কলকাতা থেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিষয়টি নিয়ে এ বার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বহু কর্মচারী এই অতিমারি পরিস্থিতির মধ্যে কর্মহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রের এই সিদ্ধান্তে সেই কর্মীদের পরিবারকে মারাত্মক সঙ্কটে ফেলে দেবে বলে উল্লেখ করেছেন অমিত মিত্র। এর ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়ে যাবে পশ্চিমবঙ্গের দুই রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা দুর্গাপুর ষ্টিল প্লান্ট এবং ইসকো।