অন্তরঙ্গ ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দিয়ে ব্ল্যাকমেল (Blackmail)। ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে বারবার গণধর্ষণে (Gang raped) একসঙ্গে গ্রেপ্তার ২৪ জন। গত আটমাস ধরে অমানবিক নির্যাতনের শিকার কিশোরী। মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার (Thane) ঘটনা। বছর পনেরোর ওই কিশোরীকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বারবার গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে ডোমভিলির মানপাড়া থানায় মোট ৩৩ জনের নামে অভিযোগ জমা পড়ে।
অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ দত্রাত্রেয় কারাল জানিয়েছেন, চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে এই কিশোরীকে ভয় দেখিয়ে বারবার গণধর্ষণ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, একাধিকবার ধর্ষণ, গণধর্ষণ, নাবালিকা ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি শুরু হয় এ বছর জানুয়ারিতে। কিশোরীর প্রেমিক তাকে গণধর্ষণ করে একটি ভিডিও রেকর্ড করে। সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে তাকে। এরপর ছেলেটির বন্ধুরাও বিষয়টির সুযোগ নেয়। তারাও একই রকমভাবে ব্ল্যাকমেল করে কিশোরীকে ধর্ষণ করে।
জানা গেছে, ডোমভিলি, বদলাপুর, মুরবাদ, রাবেল- বিভিন্ন এলাকায় গণধর্ষণ করা হয় এই কিশোরীকে। ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে। তদন্তের দায়িত্ব নিয়েছেন এসিপি সোনালি ঢোলে। গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে দুজন নাবালকও আছে। পুলিশ তদন্ত শুরু করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।