উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষক হত্যায় মূল অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতে পেশ করা হতে পারে।
লখিমপুর-কাণ্ডের পাঁচ দিন পর শনিবার গ্রেফতার করা হল আশিস মিশ্রকে। যদিও প্রথম থেকেই বিরোধীদের তরফে আশিসকে গ্রেফতারের দাবি তোলা হয়। শনিবার আশিসকে জেরা করতে শুরু করে পুলিশ। টানা জেরার পর রাত ১১টা নাগাদ গ্রেফতার করা হয় আশিসকে। আশিসের নামে একটি এফআইআর করা হয়েছে।
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনু। শনিবার প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। করা হয় ৩২টি প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, আশিসের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে।
Lakhimpur Kheri: কৃষকদের পিষে দিচ্ছে গাড়ি, ভাইরাল হল লখিমপুর খেড়ির ভয়াবহ ভিডিও
শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। সূত্রের খবর, রবিবার তাঁকে আদালতে হাজির করানো হতে পারে।