কোনও অশান্তির ফুটেজ হাতে থাকলে সামনে আনুন। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Poll 2021) অশান্তি প্রসঙ্গে বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুরভোট সংক্রান্ত অশান্তিতে তৃণমূলের (TMC) কেউ জড়িত আছে প্রমাণ হলে ২৪ ঘণ্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, মিত্র ইন্সস্টিটিউশনে ভোট দেওয়ার পরে আশ্বাস দেন অভিষেক।
অভিষেক এদিন বলেন, আমরা সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠভাবে নির্বাচন হোক। যদিও কোথাও কোনও বিক্ষিপ্ত আকারে ঘটান ঘটে থাকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও ফুটেজ থাকলে প্রকাশ্যে আনতে অনুরোধ করব। তৃণমূল কোথাও যুক্ত আছে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিলেন অভিষেক। সাংগঠনিক এবং প্রশাসনিক উভয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উত্তর থেকে দক্ষিণ কলকাতার নানা বুথেই রবিবার সকাল থেকে অশান্তির ছবি। দুপুর এমনই ছবি কলকাতা পুরভোটের শিয়ালদায় ৩৬ নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের সামনে বোমাবাজিতে গুরুতর জখম হন এক ভোটার।