একসপ্তাহ পর বালির(Bally) নিশ্চিন্দা কাণ্ডের জট খুলল। বুধবার পুলিশ আসানসোল স্টেশনে(Asansol Station) মুম্বাই(Mumbai) মেল থেকে এক শিশুসহ নিখোঁজ দুই গৃহবধূকে আটক করে। আটক করা হয়েছে দুই রাজমিস্ত্রি শেখর রায় এবং শুভজিৎ দাসকেও। বৃহস্পতিবার তাদের আদালতে(Court) হাজির করানো হবে।
গত ১৫ ডিসেম্বর শীতের পোশাক কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বালির(Bally) নিশ্চিন্দার বাসিন্দা অনন্যা, তার জা রিয়া এবং রিয়ার সাত বছরের ছেলে আয়ুষ। এরপর ওই তিন জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত নিশ্চিন্দা থানায় নিখোঁজ ডায়েরি(Missing Diary) করে কর্মকার পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই দুই গৃহবধূ বাড়িতে কাজ করতে আসা দুই রাজমিস্ত্রি শেখর রায় এবং শুভজিৎ দাসের সঙ্গে চলে যায়। বাড়িতে বেশ কয়েক মাস ধরে কাজের সূত্রে রাজমিস্ত্রি শেখর রায়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল অনন্যা কর্মকারের। অন্যদিকে অনন্যার জা রিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আরেক রাজমিস্ত্রি শুভজিৎ দাস।
আরও পড়ুন- Tathagata Roy: পুরভোটের ফলপ্রকাশের পরদিনই রাজ্য বিজেপি নেতৃত্বকে আক্রমণ তথাগত রায়ের
পুলিশ(Police) নিখোঁজদের মোবাইল ট্র্যাক করে জানতে পারে তারা প্রথমে মুম্বই(Mumbai) যায়। কিন্তু সেখানে টাকা-পয়সার টানাটানি হওয়ায় আবার তারা এ রাজ্যে ফিরতে বাধ্য হয়। এরপরই বুধবার সকালে আসানসোল জিআরপিকে(Asansol GRP) সঙ্গে নিয়ে এক শিশুসহ চারজনকে আটক করে নিশ্চিন্দা থানার পুলিশ(Police)।