Petrol:পেট্রোলের লাগাম ছাড়া দাম বৃদ্ধির নেপথ্যে লুকিয়ে আছে কোন কোন বিষয়?

Updated : Jul 19, 2021 17:52
|
Editorji News Desk

 ঁঅনেকেরই ধারনা অপরিশোধিত তেলের দাম বাড়া কমার ওপরেই নির্ভর করে জ্বালানি তেলের দাম । বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। এরসঙ্গে রয়েছে আরও বেশকিছু ফ্যাক্টর। মূলত তাদের ওপরেই নির্ভর করে জ্বালানি তেলের দাম কত হবে। ২০১১ থেকে ২০২০ দশ বছরের এই যাত্রাপথ একটু ঘুরে দেখলেই দেখা যাবে জ্বালানি তেলের দাম কেন এতটা ঊর্দ্ধমুখী। শুরু করা যাক দুহাজার এগারো দিয়েই। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে  ১১৩ ডলার। কিন্তু ভারতের বাজারে তখন লিটার প্রতি পেট্রোলের দাম ৬৮ টাকা।২০১১ থেকে ২০২০ দশবছরের সেই পেট্রোলের দাম দবল হয়েছে। মুম্বইয়ে লিটারপিছু পেট্রোলের দাম এখন ১১০ টাকা। অথচ বিশ্ববাজারে এখন অপরিশোধিত তেলের দাম ৭৫ ডলার। অপরিশোধিত তেলের দাম কমেছে,কিন্তু পেট্রোলের দাম বাড়ছে, তাহলে গন্ডগোলটা নিশ্চয়ই লুকিয়ে আছে অন্য কোথাও।

 

পেট্রোলের দাম কেন বাড়ছে?(গ্রাফিক্স)

পেট্রোলের দাম বাড়ার সঙ্গে শুধু বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠাপড়াই শুধু জড়িয়ে থাকেনা । পেট্রোলের দাম বাড়ার সঙ্গে  রয়েছে আরও ৪টি কারন। 

১,বিশ্বব্যপী অপরিশোধিত তেলের দাম

২,বিনিময় হার

৩.টাকার মূল্য

৪.সরকারের স্থির করা আবগারি শুল্ক

জ্বালানি পণ্যের ওপর সরকার কতটা কর ছাড় দিচ্ছে তার ওপরেও নির্ভর করে জ্বালানি তেলের দাম

এরসঙ্গেই রয়েছে ডলারের দাম বাড়া কমার বিষয়। আজ থেকে দশ বছর আগে এক ডলারের ভারতীয় বিনিময় মূল্য ছিল ৪৪ টাকা। এখন সেই এক ডলারের ভারতীয় মূল্য প্রায় ৭৭ টাকা।ডলারের দাম ওঠাপড়াও জ্বালানি তেলের দাম বাড়া-কমায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

পেট্রোলের দামে হাত পোড়ার আরও একটি বড় কারন হল জ্বলানি তেলের ওপর কেন্দ্র ও রাজ্য সরকারের চাপানো কর। পেট্রোল কেনার পর বিলটা খুঁটিয়ে দেখলেও দেখতে পাবেন, পেট্রোলের দামের মধ্যে ৬০ শতাংশ সরকারের চাপানো কর। যে করের বোঝা বইতে হচ্ছে আপনাকে।

 

এরসঙ্গে রয়েছে সরকারের চাপানো আবগারি শুল্ক। পরিসংখ্যান বলছে , গত বছরের মে মাসে কেন্দ্রের আবগারি শুল্ক লিটারপিছু পেট্রোলে ২২.৯৮ শতাংশ থেকে বাড়িয়ে একধাক্কায় করা হয় ৩২.৯৮ শতাংশ।বাজেটে সরকারের রাজস্ব ঘাটতি কমাতে আবগারি শুল্কও অন্যতম ভরসা হয়েছে কেন্দ্রের।

 

এরপর রয়েছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংক্ষেপে VAT। রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর এই করের কোপ কতটা পড়বে তা অনেকটাই নির্ভর করে। পেট্রোলের দাম বাড়ায় এই করের কিছুটা নেপথ্য অবদান আছে।

 

তাহলে পেট্রোলের অগ্নিমূল্যের থেকে পরিত্রাণের কোনও পথ নেই? অর্থনীতিবিদদের পরামর্শ পেট্রোলের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হলে পেট্রোলের,ডিজেলকে জিএসটির নিয়ন্ত্রণে আনতে হবে। তবেই কেন্দ্র ও রাজ্যের বিপুল করের বোঝার থেকে রক্ষা পাবেন ক্রেতারা।

 

আর এখানেই লুকিয়ে আছে পেট্রোলের দাম বাড়ার আসল রহস্য। কোনও রাজ্যই চায়না তার সোনার ডিম পাড়া হাঁসকে মারতে। ভ্যাট হল রাজ্য সরকারের কোষাগার ভরাতে তেমনই এক সোনার ডিম পাড়া হাঁস। প্রতিবছর এই কর থেকে বিপুল পরিমান রাজস্ব আদায় হয় সরকারের। মহারাষ্টের বছরে পেট্রো পণ্যের ওপর বসানো ভ্যাট থেকেই শুধু আদায় হয় ২৫ হাজার কোটি টাকা।পেট্রোলকে যদি জিএসটির আওতাভুক্ত করে কেন্দ্র তবেই পেট্রোলের দামে কিছুটা লাগাম পরানো সম্ভব বলে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা।

HikePetrol

Recommended For You

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব