গোটা দেশের মতো করোনা পরিস্থিতির অবনতি হয়েছে পশ্চিমবঙ্গেও। রোজই বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তার উপর শুরু হয়েছে টিকার আকাল। এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য দফতরকে স্বস্তি দিয়ে ৫ লক্ষ ডোজ করোনা টিকা আসছে পশ্চিমবঙ্গে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সংক্রমণ বাড়তে থাকায় টিকার চাহিদাও প্রচুর বেড়ে গিয়েছে। এই অবস্থায় টিকা চেয়ে দরবার করেছিল রাজ্য। তাতে সাড়া মিলেছে। নতুন করে আরও ৫ লক্ষ ডোজ ভ্যাকসিন আসছে রাজ্যে। যার মধ্যে ইতিমধ্য়েই অ্যাস্ট্রোজেনিকার তৈরি ৩ লক্ষ কোভিশিল্ড ডোজ পুনের ল্যাব থেকে এসে পৌঁছেছে। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ২ লক্ষ ডোজও দ্রুত পৌঁছে যাবে। ফলে টিকার চাহিদা আপতত অনেকটাই পূরণ করা যাবে।