প্রায় ২ বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার দিল্লিতে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। মঙ্গল ও বুধবার পার্মানেন্ট ইন্ডাস কমিশনের ১১৬তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। জল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের একটি প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দেবেন। সেই দলকে প্রতিনিধিত্ব করবেন সে দেশের সিন্ধু জল বণ্টন প্রকল্পের কমিশনার মহম্মদ মেহের আলি শাহ। অন্যদিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সিন্ধু জল বণ্টন প্রকল্পের কমিশনার পি কে সাক্সেনা। সিন্ধুর জল বণ্টন নিয়ে ২ দেশের আধিকারিকরা নিজেদের মতামত জানাবেন এই বৈঠকে।