করোনার প্রকোপে গত দেড় বছরেরো বেশি সময় কার্যত থমকে রয়েছে পৃথিবী। তার মধ্যেই লকডাউনে ঘরবন্ধি হয়ে থাকা মানুষ একাকীত্ব ভুলতে আশ্রয় খুঁজছেন সঙ্গীতের কাছেই। সাইকোলজি অফ মিউজিক জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা বলছে করোনা আতঙ্কের আবহে দেশে দেশে মানুষের হাত ধরছে পছন্দের সুর, সঙ্গীত। ভুলিয়ে দিচ্ছে একাকীত্ব আর বন্দীদশার ক্লান্তি, অবসাদ।
গত বছর, ২০২০ এর এপ্রিল-মে মাসের প্রথম লকডাউন কালে জার্মানি, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৬টি দেশের প্রায় ৫০০০ জনের ওপর সমীক্ষা চালানো হয়েছিল। অর্ধেকের বেশি মানুষ বলছেন গান শোনা বা করার অভ্যাস তাদের অতিমারীজনিত উদ্বেগ চাপ এসব থেকে বাঁচিয়েছে। অধিকাংশই জানিয়েছেন ঘরবন্দিদশাতে তাঁরা একটু ভালো থাকতে, একটু ভুলে থাকতে আগের চেয়েও বেশি সংগীতের কাছে আশ্রয় খুঁজেছেন।