রঙের উৎসব তো এসে গেল, দোল পুর্ণিমার সঙ্গে জুড়ে রয়েছে আরও কিছু আচার-উপাচার, তেমনই একটা ন্যাড়া পোড়ানো। বাংলার কোথাও কোথাও আবার বুড়ির ঘর পোড়ানোও বলে একে। বাংলার বাইরে একই লোকাচারের নাম হোলিকা।
এই হোলিকা দহনের নেপথ্য কাহিনীই আজ রইল দর্শক-পাঠকদের জন্য।
এই 'হোলিকা দহন'-এর (holika dahan 2022) নপথ্যের কাহিনিটি একবার জেনে নেওয়া যাক।
Trina Saha: নীল-তৃণার বিচ্ছেদের জল্পনার মাঝেই গুনগুনের সঙ্গে বিয়ের ছবি পোস্ট অনস্ক্রিন নায়কের
আরও পড়ুন: 'ফাগুন হাওয়ায় হাওয়ায় এসে গেল দোল পূর্ণিমা, জেনে নিন দিন ক্ষণ তারিখ
নারদের প্রশ্রয়ে থেকে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণুভক্ত হয়ে উঠেছিলেন। হিরণ্যকশিপুর কানে এই খবর যাওয়া মাত্র ক্ষেপে উঠে নিজের পুত্রকেই হত্যা করতে উদ্যোগী হন। ডাক পড়ে হিরণ্যকশিপুর বোন হোলিকার (Holika), আগুন যাকে স্পর্শ করতে পারে না৷ প্রহ্লাদকে কোলে নিয়ে লেলিহান আগুনে প্রবেশ করেছিলেন হোলিকা৷
পূরাণ অনুযায়ী, হোলিকা ব্রহ্মার কাছ থেকে এমন একটি শাল পেয়েছিলেন, যা তাঁকে আগুন থেকে রক্ষা করত। প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করার সময়েই গায়ের শালটি তাঁর কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। ফলে প্রহ্লাদ বেঁচে যায়। আগুনে দগ্ধ হয়ে যায় হোলিকা।