সিইও হিসেবে ইলন মাস্ক (Elon Mask) ট্যুইটারের (Twitter) হাল ধরার পর থেকেই ব্যাপক হারে চলেছে কর্মী ছাঁটাই (Layoffs)। এখনও যেন থামার নাম করছে না এই প্রক্রিয়া। সম্প্রতি শোনা যাচ্ছে, মাইক্রোব্লগিং এই সাইটের আরও ১০% ওয়ার্ক ফোর্স কমাতে চলেছেন মাস্ক, এর জেরে নতুন করে চাকরি খোয়াতে পারেন আরও ২০০ জন ট্যুইটার কর্মী। আগে ট্যুইটারের মোট কর্মী সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত হাজার, ইলন মাস্কের নির্দেশে ইতিমধ্যেই চাকরি গিয়েছে ২৩০০ জনের। এবার আরও ২০০ জনের চাকরি নিয়ে হতে পারে টানাটানি।
Kerala News : নিয়মে বদল, কেরালার মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে এবার রোবোটিক হাতি !
জানা যাচ্ছে, প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের চাকরিতে এবার পড়তে পারে কোপ। এর আগে দেশের দুটি ট্যুইটার অফিস বন্ধ করে কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছিল। খরচ আয়ত্তে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নেন ইলন মাস্ক, আর তারপর থেকেই একের পর এক নিয়মে আনা হয়েছে বদল।