বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামলেন ২০১৭-র টেট উত্তীর্ণরা। এদিন ১০ নম্বর ট্যাঙ্কের কাছে আন্দোলন শুরু করেন তাঁরা। টেট পরিক্ষার্থীদের দাবি, ২০১৪-র প্রার্থীদের দাবি ন্যায্য নয়। বঞ্চিত হয়েছেন ২০১৭-র প্রার্থীরা, এই দাবিকে সামনে রেখে অনশন শুরু করেছেন তাঁরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে মিছিল করে এপিসি ভবনের দিকে এগোন ২০১৭-এর টেট প্রার্থীরা। বৃহস্পতিবার থেকে তাঁরাও আমরণ অনশনের ডাক দিয়েছেন। ২০১৪-র টেট প্রার্থীদের থেকে ৩০০ মিটার দূরেই শুরু হল এই নতুন আন্দোলন। তাঁদের দাবি, দু'বার ডাক পেলেও কেন ফের সুযোগ পাবেন ২০১৪ টেট পরিক্ষার্থীরা। NCTE নিয়মানুযায়ী ওই পরিক্ষার্থীদের ট্রেনিং অনৈতিক, কারণ পরীক্ষা দেওয়ার পর তাঁরা ট্রেনিং নেন, অভিযোগ ২০১৭ টেট পরিক্ষার্থীদের।পাশাপাশি, শূন্যপদের সংখ্যা বাড়িয়ে সবাইকে নিয়োগের প্রস্তাব দেন ২০১৭ টেট পরিক্ষার্থীরা। এই নয়া আন্দোলনে ২০১৪ টেট পরিক্ষার্থীদের উপর চাপ বাড়ল বলেই মত রাজ্যের শিক্ষা মহলের।
আরও পড়ুন- Dilip Ghosh on TET Candidates: 'সরকারের অযোগ্যতার বিরুদ্ধে লড়াই চাকরিপ্রার্থীদের', দাবি দিলীপের
মঙ্গলবার থেকেই নিয়োগের দাবিতে আমরণ অনশনে বসেন ২০১৪ টেট পরিক্ষার্থীরা। এক চাকরিপ্রার্থীর কথায়, “মুখ্যমন্ত্রীও অনশন করে ক্ষমতায় এসেছেন, আমরা অরাজনৈতিক সংগঠন। আমরণ অনশন করব আমরা।” চাকরি না পেলে মৃত্যুবরণের হুঁশিয়ারি দিয়েছেন আরেক চাকরিপ্রার্থীও। অন্যদিকে, টেট উত্তীর্ণদের এই বিক্ষোভের পিছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ পর্ষদ সভাপতি গৌতম পালের।