ইন্ডিয়ান অয়েলে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। নন-এক্সিকিউটিভ পার্সোনেল পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীর ২০ মার্চ, ২০২৩-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
শূন্যপদ
ইন্ডিয়ান অয়েল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মোট ৫১৩টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী আবেদনকারীকে কমপক্ষে ক্লাস ১০ পাস করতেই হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইটিআই, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে
বয়সসীমা
এই পদে আবেদন করার ন্যূনতম বয়স ১৮। সর্বাধিক বয়স ২৬। এসসি ও এসটি প্রার্থীদের ৫ বছরের বয়সের ছাড় থাকছে। ওবিসি প্রার্থীদের ৩ বছরের ছাড় থাকছে।
বেতন
ইন্ডিয়ান অয়েলে যোগ্য প্রার্থীদের ন্যূনতম বেতন হবে ২৫ হাজার টাকা। সর্বাধিক বেতন হবে ১ লক্ষ ৫ হাজার টাকা।
কীভাবে নিয়োগ
লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে
কীভাবে আবেদন
১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করার শেষ দিন ২০ মার্চ। অনলাইনে ফর্ম পূরণ করে তার প্রিন্ট আউট ও প্রয়োজনীয় নথি ইমেল করতে হবে।