চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াতে(AAI Recruitment 2022) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। পুজোর আবহেই অগ্নিনির্বাপনের কাজে জুনিয়র অ্যাসিসটেন্ট পদে লোক নেওয়া হবে।
AAI Recruitment 2022: শূন্যপদ-
৩২ টি পদে নিয়োগ করা হবে বলেই খবর
AAI Recruitment 2022: যোগ্যতা-
প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ারে তিন বছরের ডিপ্লোমা কোর্সের পাশাপাশি মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদনের সুযোগ মিলবে। থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সও।
AAI Recruitment 2022: মাসিক বেতন-
মাসিক বেতন হিসেবে প্রার্থী হাতে পাবে ৩১ থেকে ৯২ হাজার টাকা।
AAI Recruitment 2022: আবেদন প্রক্রিয়া-
অনলাইনেই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
AAI Recruitment 2022: আবেদন ফি-
জেনারেল ও ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি ১০০০ টাকা। তবে তফসিলি জাতি-উপজাতি ও মহিলাদের কোনও ফি লাগবে না।
AAI Recruitment 2022: নিয়োগ পদ্ধতি-
কম্পিউটার বেসড টেস্ট ও ট্রেড টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থী।
AAI Recruitment 2022: তারিখ-
১২ অক্টোবর থেকে শুরু হয়ে আবেদন চলবে ১০ নভেম্বর পর্যন্ত।