AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ, ন্যূনতম বেতন ৩১ হাজার টাকা

Updated : Oct 20, 2022 14:25
|
Editorji News Desk

একাধিক পদে নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স) এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট) পদে নিয়োগ করা হবে।  । 

আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১০ নভেম্বর ২০২২ পর্যন্ত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করা যাবে।

আবেদন ফি

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ও মহিলা প্রার্থীদের ফি লাগবে না। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদেরও ফি লাগবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিসগঢ়, ঝাড়খন্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। 

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ( ফায়ার সার্ভিস)

শিক্ষাগত যোগ্যতা

দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।  একই সঙ্গে মেকানিক্যাল/অটোমোবাইল/ফায়ার ট্রেডে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ ৩ বছরের নিয়মিত ডিপ্লোমা কোর্স থাকতে হবে। ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে।  

বেতন

 এই পদে ৩২ জনকে নিয়োগ করা হবে । ন্যূনতম বেতন ৩১,০০০ টাকা। সর্বাধিক বেতন ৯২,০০০ টাকা।

 

 সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রনিক্স) 


শিক্ষাগত যোগ্যতা

 আবেদনকারীর ইলেকট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/রেডিও ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

বেতন 

এই পদে ৯জনকে নিয়োগ করা হবে। ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা। সর্বাধিক বেতন ১,১০,০০০ টাকা।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট)

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে বি.কমে স্নাতক হতে হবে। ৩ থেকে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকতে হবে। একইসঙ্গে এই বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন

এই পদে মোট ৬ জনকে নিয়োগ করা হবে। ন্যূনতম বেতন ৩৬ হাজার টাকা। সর্বাধিক বেতন ১ লক্ষ ১০ হাজার টাকা।

 

বয়সসীমা: এই তিনটি পদে আবেদন করতে হলে প্রার্থীকে ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।  

kolkataJob NewsAAIAAI Recruitment 2022job application

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি