অগ্নিবীর বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। agnipathvayu.cdac-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ৩১ মার্চ আবেদনের শেষে দিন। কী কী লাগবে, বিশদে জেনে নিন।
পরীক্ষার দিন
বায়ুসেনার নিয়োগের পরীক্ষা হবে ২০ মে। ৩১ মার্চ বিকেল ৫টায় আবেদন প্রক্রিয়া শেষ হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়সসীমা ২৬ জুন ২০০২ থেকে ২৬ জুন ২০০৬ সালের মধ্যে হতে হবে। প্রার্থীদের অবিবাহিত হতে হবে। অনলাইন আবেদনে আধার নম্বর লিখতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। পরীক্ষার বিষয় হিসেবে অঙ্ক, পদার্থবিদ্যা ও ইংরেজি থাকতে হবে। অবশ্যই উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ৩ বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও ২ বছরের ভোকেশনাল কোর্স করা থাকলেও আবেদন করা যাবে।
আবেদন ফি
আগ্রহী প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা।
কীভাবে রেজিস্ট্রেশন
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন ফি জমা দিয়ে ফর্ম ফিল-আপ করতে হবে। ফর্ম ডাউনলোড করে প্রিন্টআউট রেখে দিতে হবে।