আজই অগ্নিবীর নিয়োগ (Agniveer recruitment) সংক্রান্ত আবেদনের শেষ দিন। গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছিল আবেদনের প্রক্রিয়া। এই পদের জন্য আবেদন করতে পারবেন কেবল অবিবাহিত পুরুষ ও মহিলা। যাঁদের ৪ বছরের জন্য নিয়োগ করা হবে দেশের তিন বাহিনীতে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রতি ব্যাচের মোট অগ্নিবীরদের (Agniveer) মধ্যে এক-চতুর্থাংশকে নৌ-সেনার নিয়মিত ক্যাডার হিসেবে নিয়োগ করা হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অগ্নিবীরদের জন্য একাধিক সরকারি চাকরির সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে।
অগ্নিপথ প্রকল্পের আওতায় ২০২২ সালের নভেম্বর মাসের ব্যাচের জন্য ভারতীয় নৌ-সেনায় ২,৮০০ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে মহিলা প্রার্থীদের জন্য রয়েছে ৫৬০টি শূন্যপদ। প্রশিক্ষণ চলবে ওড়িশার আইএনএস চিল্কায়। ভারতীয় নৌ-সেনার ওয়েবসাইটের (Indian navy website) মাধ্যমে আবেদন করতে হবে। ১৯৯৯ সালের ১ নভেম্বর থেকে ২০০৫ সালের ৩০ এপ্রিলের মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- WB Clerk Recruitment 2022: রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক নিয়োগ শীঘ্রই
উচ্চমাধ্যমিক ও সমতুল পরীক্ষায় শতকরা নম্বরের ভিত্তিতে প্রথমে বাছাই করা হবে। তারপর হবে প্রার্থীদের শারীরিক পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করলে লিখিত পরীক্ষা নেওয়ার পর মেধাতালিকা প্রকাশ। অনলাইন পরীক্ষার জন্য ফি বাবদ প্রার্থীদের দিতে হবে ২৫০ টাকা।