চাকরির অকালের বাজারে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)- এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ্যে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ : মাত্র ১ টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে, এবং MS OFFICE এবং EXCEL সম্পর্কে জানতে হবে।
মাসিক বেতন: ২৯,২০০ টাকা
ইন্টারভিউয়ের তারিখ: ১ এপ্রিল, ২০২৪।
বয়স : প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
আবেদন : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, তাই আলাদা করে আবেদনের দরকার নেই। সাম্প্রতিক সিভি সহ পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
ইন্টারভিউর ঠিকানা— ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, BATHINDA JODHPUR ROMANA, MANDI DABWALI ROAD, BATHINDA, PUNJAB- 151001