চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ চলছে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS)। এইমসের ঋষিকেশ শাখায় প্রায় ১০০ টি শূন্যপদে চলবে নিয়োগ। বিজ্ঞপ্তি জারি করে এদিন জানানো হয়েছে, ফ্যাকাল্টি (Faculty) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইটে।
Amyloidosis: অ্যামাইলয়েডোসিসে প্রয়াত পারভেজ মুশারফ, কেমন এই বিরল রোগ, উপসর্গ কী কী ?
চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া চলছে চলবে আগামী ২রা মার্চ পর্যন্ত।
ইচ্ছুক প্রার্থীদের সরকারি অনলাইনে aiimsrishikesh.edu.in- এ লগ ইন করে আবেদন জানাতে হবে।
৯৪ টি শূন্যপদে নিয়োগ চলবে।
জেনারেল শ্রেণি ও ওবিসি (পুরুষ)দের ৩ হাজার টাকা দিতে হবে , মহিলাদের দিতে হবে ১০০০ টাকা। জনজাতি ও উপজাতিদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।