চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগের সুযোগ এবার এইমসে (AIIMS)। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
পদের নাম
সিনিয়র ডেমোস্ট্রেটর
শূন্যপদ
৪৯টি
শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীদের স্নাতকোত্তর পাশ করতে হবে।
বয়সসীমা
প্রার্থীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
AIIMS-এর অফিসিয়াল ওয়েবসাইট aiimsmangalagiri.edu.in – এ গিয়ে আবেদন জানাতে পারেন।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ১৬ নভেম্বর এই ইন্টারভিউ হবে।
ইন্টারভিউয়ের সময়
ইমস মঙ্গলগিরির অ্যাডমিন অ্যান্ড লাইব্রেরি বিল্ডিংয়ে সকাল সাড়ে ৮টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
আরও পড়ুন - দশম পাশেই সেইলে প্রশিক্ষণের সুযোগ, মাসিক স্টাইপেন্ড ৩৫ হাজার
আবেদন ফি
এই শূন্য়পদে আবেদন করার জন্য ১৫০০ টাকা আবেদন ফি লাগবে। তফশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে আবেদন ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে। বিশেষভাবে সক্ষমদের কোনও ফি লাগবে না।