এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি। বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ, জেনে নিন বিস্তারিত।
পদ
অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার
শূন্যপদ
৭৩টি শূন্যপদ আছে। কলকাতাতেও ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস করতেই হবে।
বেতন
এই পদে যোগ্য প্রার্থীদের বেতন হবে ২৭,৯৪০ টাকা।
বয়সসীমা
আগ্রহী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হবে ৩৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি
আবেদন করার জন্য অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর প্রিন্ট আউট বের করতে হবে। আবেদনপত্র ফিল-আপ করে নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার বা ভোটার কার্ডও দিতে হবে। পাশাপাশি ফিটনেস সার্টিফিকেটও লাগবে।
নিয়োগ
এয়ার ইন্ডিয়ার দিল্লি, মুম্বই, নাগপুর, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম ডিভিশনে এই কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদনের শেষ দিন ২৪ সেপ্টেম্বর।