এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ার ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের এআইইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম
এয়ারক্রাফট টেকনিশিয়ান
শূন্যপদ
৩২৫টি
পদের নাম
মেইনটেন্যান্স, ইলেক্ট্রিক্যাল, ইন্সট্রুমেন্টাল ইত্যাদি
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ITI/Diploma করতে হবে। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর পর্যন্ত।
বেতন
মাসিক বেতন ২৫ হাজার টাকা
আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট (www.aiasl.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত নথি নিয়ে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুন - রাজ্যে ফের চাকরির বিজ্ঞপ্তি জারি, মাস গেলে বেতন মিলবে ২৫ হাজার টাকা
ইন্টারভিউ স্থান
Personnel Department, A-320 Avionics Complex (Near New Coust House) IGI Airport Terminal-।।, New Delhi- 110037
ইন্টারভিউয়ের তারিখ
৩১ মার্চ এবং ১১ এপ্রিল ২০২৩