Air India Recruitment: এয়ার ইন্ডিয়ায় নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি! জানুন বিস্তারিত

Updated : Oct 11, 2023 06:30
|
Editorji News Desk

এয়ার ইন্ডিয়া ভারতের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা। এবার কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া।  যেকোনও ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গে বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন।  


পদের নাম -হ্যান্ডিম্যান, Ramp Service Executive 


মোট শূন্যপদ - ২৭৯টি , Ramp Service Executive  বিভাগে নেওয়া হবে ৩৯ জনকে 


শিক্ষাগত যোগ্যতা - হ্যান্ডিম্যান পদের জন্য যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে। Ramp Service Executive পদের জন্য ITI কোর্স সহ NCTVT এর কোর্স করা থাকলে আবেদন করা যাবে।  


বেতন - প্রথম পদের জন্য মাস গেলে হাতে মিলবে ২০,১৩০ টাকা। অন্যদিকে Ramp Service Executive পদের জন্য বেতন ধার্য করা হয়েছে ২৩,৬৪০ টাকা।  


বয়স - আবেদনকারীর বয়স হতে হবে ২৮ এর মধ্যে। 


আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে অফলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত তথ্য পূরণ করে মুখবন্ধ খামে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।  


আবেদন ফি - জেনারেল ওবিসি আবেদনকারীদের Demand Draft -এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিদের কোনও আবেদন ফি লাগবে না।  


ইন্টারভিউর তারিখ- ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর, ২০২৩।

AIR INDIA

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি