এয়ার ইন্ডিয়া ভারতের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা। এবার কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া। যেকোনও ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গে বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম -হ্যান্ডিম্যান, Ramp Service Executive
মোট শূন্যপদ - ২৭৯টি , Ramp Service Executive বিভাগে নেওয়া হবে ৩৯ জনকে
শিক্ষাগত যোগ্যতা - হ্যান্ডিম্যান পদের জন্য যেকোনও স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে। Ramp Service Executive পদের জন্য ITI কোর্স সহ NCTVT এর কোর্স করা থাকলে আবেদন করা যাবে।
বেতন - প্রথম পদের জন্য মাস গেলে হাতে মিলবে ২০,১৩০ টাকা। অন্যদিকে Ramp Service Executive পদের জন্য বেতন ধার্য করা হয়েছে ২৩,৬৪০ টাকা।
বয়স - আবেদনকারীর বয়স হতে হবে ২৮ এর মধ্যে।
আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে অফলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত তথ্য পূরণ করে মুখবন্ধ খামে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদন ফি - জেনারেল ওবিসি আবেদনকারীদের Demand Draft -এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিদের কোনও আবেদন ফি লাগবে না।
ইন্টারভিউর তারিখ- ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর, ২০২৩।