কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া। ইন্ডিয়ান এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউটিলিটি এজেন্ট বা ব়্যাম্প ড্রাইভার ও হ্যান্ডিম্যান পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ
এয়ার ইন্ডিয়া ৪২২ জনকে নিয়োগ করবে। ইউটিলিটি এজেন্ট বা ব়্যাম্প ড্রাইভারের জন্য শূন্যপদ ১৩০টি। হ্যান্ডিম্যান বা হ্যান্ডি ওম্যান পদে ২৯২জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা
আবেদনকারীর ন্যূনতম বয়স ২৮ বছর হতে হবে। ওবিসি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে ৩ বছরের ছাড় আছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫ বছরের ছাড় আছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। হ্যান্ডিম্যান রোলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীকে হিন্দি ভাষা পড়া ও কথা বলার দক্ষতা থাকতে হবে।
বেতন
ইউটিলিটি এজেন্ট পদে প্রার্থীদের বেতন হবে ২৪,৯৬০ টাকা। হ্যান্ডিম্যান পদে প্রার্থীদের বেতন হবে ২২,৫৩০ টাকা।
কীভাবে আবেদন
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে ওয়াক ইনের সময় নিয়ে যেতে হবে।
আবেদন ফি
এই পদে আবেদন ফি হবে ৫০০ টাকা। AI AIRPORT SERVICES LIMITED-এই ঠিকানায় ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে মুম্বইয়ে আবেদন করতে হবে।
ইন্টারভিউয়ের স্থান
এইচআরডি ডিপার্টমেন্ট, AI ইউনিটি কমপ্লেক্স, পল্লাভরম ক্যান্টনমেন্ট, চেন্নাই, ৬০০০৪৩