বাঁধা গতের বাইরে বেড়িয়ে নতুন কিছু করার নেশা? ১০টা-৫টার ডিউটি ছেড়ে ভিন্ন ধরনের পেশায় যুক্ত হতে চান? তাহলে আপনার জন্যই দারুণ সুযোগ এনে দিল এয়ার ভিস্তারা(Air Vistara Recruitment 2023)। কলকাতা বিমানবন্দরেই(Kolkata Airport Recruitment 2023) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এই বিমান সংস্থা। অভিজ্ঞদের পাশাপাশি নবাগতদেরও আবেদনের সুযোগ দিয়েছে ভিস্তারা।
Air Vistara Recruitment 2023: শূন্যপদ-
গ্রাউন্ড স্টাফ, কেবিন ক্রু, কার্গো ক্রু, ইউটিলিটি স্টাফ বিভাগে কর্মী নিয়োগ করবে এয়ার ভিস্তারা।
Air Vistara Recruitment 2023: স্থান-
কলকাতা বিমানবন্দরেই নিয়োগ করা হবে বলে খবর।
Air Vistara Recruitment 2023: যোগ্যতা-
দ্বাদশ শ্রেণি এবং স্নাতক পাশে আবেদনের সুযোগ।
Air Vistara Recruitment 2023: বেতন-
মাস গেলে বেতন মিলবে ১৮,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা।
Air Vistara Recruitment 2023: তারিখ-
আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ মিলবে বলেই খবর।