চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার চাকরির সুযোগ বিমানবন্দরে (Airport Authority Of India)। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। যে কোনও রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
পদের নাম
হ্যান্ডিম্যান
শূন্যপদ
৯৭১টি।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানকার স্থানীয় ভাষায় কথা বলার এবং কথা বোঝার দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন
প্রার্থীদের মাসিক বেতন ধার্য করা হয়েছে ২১ হাজার ৩৩০ টাকা।
আরও পড়ুন - রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেসে নিয়োগ, মোটা টাকা বেতন
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের www.aiasl.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন জমা করতে হবে।
আবেদন ফি
GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা আবেদন ফি লাগবে। SC, ST এবং PWD প্রার্থীদের ফি লাগবে না।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To HRD Department, AI Airport Service Limited, GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai- 400099
আবেদনের শেষ তারিখ
১৮ সেপ্টেম্বর, ২০২৩