একাধিক পদে নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জুনিয়র অ্য়াসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিট্যান্ট পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
জুনিয়র অ্যাসিট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মোট ১৫৬টি পদে নিয়োগ করবে।
জুনিয়র অ্যাসিট্যান্ট ফায়ার সার্ভিস পদের জন্য অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর লাগবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ মেকানিক্যাল, অটোমোবাইল বা ফায়ারে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র অ্যাসিট্যান্ট অফিস পদের জন্য হিন্দি বা ইংরেজিতে ২৫ শব্দ প্রতি মিনিটে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সহ কমার্স নিয়ে স্নাতক যারা, তাঁরা আবেদন করতে পারেন। সিনিয়র অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ পদে আবেদন করতে গেলে স্নাতকে হিন্দি ও ইংরেজি থাকা বাধ্যতামূলক।
এই পদে আবেদনের জন্য বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতেই হবে
১০০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। তবে তফশিলী জাতি ও উপজাতি, মহিলা, প্রাক্তন সেনাকর্মী, PWD ও অ্যাপ্রেন্টিশিপ পাস করাদের কোনও আবেদন ফি লাগবে না।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন ৩১ হাজার থেকে ৯২ হাজার টাকা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে বেতন হবে ৩৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা।
১ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর।