AAI Recruitment 2024 : এয়ারপোর্টে চাকরির সুযোগ, রইল সহজ আবেদন পদ্ধতি

Updated : Oct 20, 2024 08:32
|
Editorji News Desk

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি। পূর্বাঞ্চলে আঞ্চলিক সদর দফতর এবং অন্যান্য এয়ারপোর্টে নিয়োগ করা হবে কর্মীদের।

পদের নাম 
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ), ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই অ্যাপ্রেন্টিস। 

শূন্যপদ 
মোট শূন্যপদ রয়েছে ১৩৫টি। 

চাকরির মেয়াদ 
২০২৪'২৫ অর্থবর্ষে সংস্থায় কাজ শেখার সুযোগ মিলবে। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।

কোথায় পোস্টিং হবে? 
কলকাতা, বাগডোগরা, ব্রহ্মপুর, ভুবনেশ্বর, কোচবিহার, দেওঘর, রাঁচী এবং গয়া।

বয়সসীমা 
সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা 
প্রার্থীদের দেশের পূর্বাঞ্চলের বাসিন্দা হতে হবে। পাশাপাশি, ২০২২ তা তারপরের শিক্ষাবর্ষে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করতে হবে। 

বেতন 
পদ অনুযায়ী বৃত্তি বাবদ প্রতি মাসে যথাক্রমে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা এবং ৯,০০০ টাকা দেওয়া হবে। 

নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদনের শেষ তারিখ
৩১ অক্টোবর ২০২৪ আবেদনের শেষ দিন। 

AAI

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি