চাকরির সুযোগ এবার আকাশবাণীতে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে চলবে এই নিয়োগ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে অল ইন্ডিয়া রেডিয়ো (All India Radio Recruitment 2023)।
পদের নাম
আংশিক সময়ের করেন্সপন্ডেন্ট (PTC)
কোথায় নিয়োগ হবে
নৈনিতাল, পিথোরাগঢ় এবং রাঁচি ও ছাতরা।
আবেদনের তারিখ
নৈনিতাল ও পিথোরাগঢ়ের প্রার্থীরা ২৫ অগস্ট এবং রাঁচি ও ছাতরা জেলার প্রার্থীরা ৩১ অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
বয়সসীমা
প্রার্থীর বয়স ২৪ বছর থেকে ৪৫ বছর হতে হবে।
প্রার্থীদের যোগ্যতা
জার্নালিজম বা পাবলিক রিলেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে। একই সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন - কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার টাকা
শর্তাবলী
প্রার্থীদের ৩ মাসের প্রবেশনারি পিরিয়ড চলবে। এরপর চুক্তি অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।