Allahabad High Court Recruitment 2024: ক্লাস ৬ পাস করলেই সরকারি চাকরি, জানুন নিয়োগ পদ্ধতি

Updated : Oct 11, 2024 07:15
|
Editorji News Desk

প্রায় সাড়ে তিন হাজার শূন্যপদে নিয়োগ করবে এলাহাবাদ হাইকোর্ট। ওই শূন্যপদগুলির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত তথ্য। 

পদের নাম-
টেকনিশিয়ান, পিওন, প্রসেস সার্ভার, চৌকিদার, কুলি, ওয়াটারম্যান সহ একাধিক পদে নিয়োগ করা হবে। 

মোট শূন্যপদ-
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট শূন্যপদের সংখ্যা ৩৩০৬টি।

আবেদন ফি-
প্রতিটি পদের জন্য আবেদন ফি আলাদা আলাদা রাখা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির জন্য সব ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে।

কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?
ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে আবেদনপত্র গ্রহণের কাজ শেষ হবে। 

কীভাবে নিয়োগ করা হবে? 
MCQ পরীক্ষার উপর ভিত্তিতে নিয়োগ করা হবে। 

কীভাবে আবেদন করা যাবে? 
এলাহাবাদ হাইকোর্টের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েব অ্য়াড্রেসটি হল allahabadhighcourt.in

ওই ওয়েবসাইটেই রয়েছে আবেদন করার লিঙ্ক। ওই লিঙ্কের মাধ্যমেই আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। 

শিক্ষাগত যোগ্যতা-
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কয়েকটি পদে ষষ্ঠ শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে।

বয়সসীমা-
প্রতিটি পদের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। 

Job

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি