রাজ্য়ের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। ফের একাধিক শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রকাশিত হয়েছে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
Anandadhara Scheme Recruitment 2022: পদের নাম
বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার (Business Development Service Provider)পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
Anandadhara Scheme Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে।
Anandadhara Scheme Recruitment 2022: বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
Anandadhara Scheme Recruitment 2022: আবেদন প্রক্রিয়া
অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই করা যাবে আবেদন। অফলাইন আবেদনের ক্ষেত্রে সকল প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে সমস্ত নথিপত্র স্ক্যান করে ব্লক অফিসের ইমেল আইডিতে পাঠাতে হবে।
Anandadhara Scheme Recruitment 2022: আবেদনের ঠিকানা
Amdanga Development Block -To The Block Development Officer, Amdanga Development Block, Rafipur, Arkhali Amdanga , North 24 Parganas-743221
ইমেল আইডি – amdanga@gmail.com
Habra-I Development Block – To The Block Development Officer, Habra-I Development Block, Prafulla Nagar, Habra, Pin-743268
ইমেল আইডি – bdohabra1@gmail.com
Anandadhara Scheme Recruitment 2022: প্রয়োজনীয় নথি
স্নাতক অবধি সব শিক্ষাগত যোগ্য়তার শংসাপত্র। আধার কার্ড বা ভোটার কার্ড। বয়সের প্রামাণ্য নথি। স্থায়ী বাসিন্দার শংসাপত্র। SHG দলের বিবরণ
Anandadhara Scheme Recruitment 2022: সময়সীমা
২৯ জুলাই বিকেল ৫ টা অবধি আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।