অয়েল ইন্ডিয়া লিমিটেডে (Oil India Limited) চাকরির সুযোগ। মোট শূন্যপদ আছে ৫৫টি। পে-স্কেল ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রুপ বি ও গ্রুপ সি বিভাগে ম্যানেজার, সুপারেন্ডিং ইঞ্জিনিয়ার, সুপারিটেন্ডিং মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ২১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদনপত্র (Online Application) জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মার্চ, ২০২২।
আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি
আবেদনকারীরা অনলাইনে চাকরির আবেদনপত্র জমা দিতে পারেন।www.oil-india.com ওয়েবসাইটে আবেদনপত্র জমা নেওয়া নেওয়া চলছে।
আরও পড়ুন: LIC IPO-র খসড়া জমা পড়ল সেবির কাছে, কত শতাংশ শেয়ার ছাড়া হচ্ছে বাজারে?
চাকরির বয়সসীমা
১৮-৩৭ বছরের মধ্যে যে কেউ এই চাকরির আবেদন করতে পারবেন।
জেনারেল ক্যাটাগরির আবেদনকারীকে ৫০০ টাকা সহ অতিরিক্ত কর লাগবে। SC-ST ক্যাটাগরির জন্য ফর্ম জমা দেওয়ার জন্য কোনও মূল্য লাগবে না।